ক্লাব কিনে ফুটবলে ফিরছেন আলভেস
লিসবন, ২৩ ডিসেম্বর (হি.স.) : ধর্ষণ মামলায় জড়িত থাকার জন্য জেল খাটতে হয়েছে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার দানি আলভেসকে। পরে জামিনে বের হয়েছেন বার্সিলোনার এই প্রাক্তন ডিফেন্ডার। এবার নিজেই একটি দারুণ খবর দিলেন আলভেস। তিনি জানিয়েছেন একটি পর্তুগালের ক্লা
ক্লাব কিনে ফুটবলে ফিরছেন আলভেস


লিসবন, ২৩ ডিসেম্বর (হি.স.) : ধর্ষণ মামলায় জড়িত থাকার জন্য জেল খাটতে হয়েছে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার দানি আলভেসকে। পরে জামিনে বের হয়েছেন বার্সিলোনার এই প্রাক্তন ডিফেন্ডার। এবার নিজেই একটি দারুণ খবর দিলেন আলভেস। তিনি জানিয়েছেন একটি পর্তুগালের ক্লাব কিনতে যাচ্ছেন। শুধু তাই নয়, সেই ক্লাবে ছয় মাস খেলতেও চান ৪২ বছর বয়সি এই আলভেস।

পর্তুগালের তৃতীয় বিভাগের দল সাও জোয়াও দে ভের'কে কেনার চুক্তি চূড়ান্ত করার পর্যায়ে আছেন আলভেস। চুক্তিটি হলে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হবেন তিনি। এরপর সেখানে খেলোয়াড় হিসেবে ছয় মাসের চুক্তি করে মরসুমের বাকি অংশে খেলার লক্ষ্য তার। ক্লাবটি বর্তমানে তাদের লিগে নবম স্থানে আছে।

বার্সিলোনা, জুভেন্টাস ও পিএসজির মতো ইউরোপের বড় ক্লাবে খেলা আলভেস ২০২৩ সালের জানুয়ারির পর থেকে আর ফুটবল খেলেননি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande