
রিয়াদ, ২৩ ডিসেম্বর (হি.স.) : ১১ বছর পর সুপারকাপ জিতল নাপোলি। সোমবার সৌদি আরবের রিয়াদের আল-আওয়াল পার্কে ইতালিয়ান সুপারকাপের ফাইনালে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে নাপোলি। সিরি আ'র বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে জোড়া গোল করেছেন ডেভিড নেরেস।
ম্যাচে বল দখলে লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল নাপোলি। ১৬টি শট নিয়ে ৯টিই লক্ষ্যে রেখেছিল আন্তোনিও কন্তের শিষ্যরা। অন্যদিকে বোলোনিয়া ৫১ শতাংশ বল দখলে রেখে ১১ শটের মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে।
এটি ইতালিয়ান সুপার কাপে নাপোলির তৃতীয় শিরোপা। ২০১৪ সালের পর আবার এই শিরোপা জিতল নাপোলিতানরা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি