নেইমারের অস্ত্রোপচার সফল, কবে মাঠে ফিরবেন জানাল সান্তোস
সান্তোস, ২৩ ডিসেম্বর (হি.স.) : সান্তোসে মরসুম শেষ করে নেইমার অস্ত্রোপচারের টেবিলে গেছেন। সান্তোস এরই মধ্যে তার বর্তমান অবস্থা নিয়ে আপডেট জানিয়েছে এবং কবে নাগাদ তিনি ফের মাঠে ফিরছেন সেই সম্পর্কেও ধারণা দিয়েছে। সান্তোস নিশ্চিত করেছে নেইমারের অস্ত্র
নেইমারের অস্ত্রোপচার সফল, কবে মাঠে ফিরবেন জানাল সান্তোস


সান্তোস, ২৩ ডিসেম্বর (হি.স.) : সান্তোসে মরসুম শেষ করে নেইমার অস্ত্রোপচারের টেবিলে গেছেন। সান্তোস এরই মধ্যে তার বর্তমান অবস্থা নিয়ে আপডেট জানিয়েছে এবং কবে নাগাদ তিনি ফের মাঠে ফিরছেন সেই সম্পর্কেও ধারণা দিয়েছে।

সান্তোস নিশ্চিত করেছে নেইমারের অস্ত্রোপচার সফল হয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, 'আমাদের খেলোয়াড় নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র সোমবার সকালে মাতার দেই নোভা লিমায় ডা. রদ্রিগো লাসমার ও তার টিমের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করিয়েছেন। মিডিয়াল মেনিস্কাসের একটি ক্ষত সারাতে আর্থ্রোস্কোপি করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে এবং খেলোয়াড় ভালো আছেন। মঙ্গলবার দুপুরের মধ্যেই নেইমার জুনিয়রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন, যা তাঁর ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি সমন্বয় করবেন।'

সান্তোস জানিয়েছে,নেইমারকে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande