বিজয় হাজারে ট্রফিতে ফিরে বিরাট কোহলি ৩৯ বলে পঞ্চাশ রান করেন
বেঙ্গালুরু, ২৪ ডিসেম্বর(হি.স.): বুধবার বেঙ্গালুরুতে অন্ধ্রের বিরুদ্ধে এলিট পর্বের ম্যাচে দিল্লির হয়ে খেলে ১২ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরেছেন বিরাট কোহলি । দিল্লি যখন ২৯৯ রান তাড়া করছিল, তখন ইনিংসের তৃতীয় বলে ওপেনার অর্পিত রানার উইকেট হারানো
বিজয় হাজারে ট্রফিতে ফিরে বিরাট কোহলি ৩৯ বলে পঞ্চাশ রান করেন


বেঙ্গালুরু, ২৪ ডিসেম্বর(হি.স.): বুধবার বেঙ্গালুরুতে অন্ধ্রের বিরুদ্ধে এলিট পর্বের ম্যাচে দিল্লির হয়ে খেলে ১২ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরেছেন বিরাট কোহলি ।

দিল্লি যখন ২৯৯ রান তাড়া করছিল, তখন ইনিংসের তৃতীয় বলে ওপেনার অর্পিত রানার উইকেট হারানোর পর প্রথম ওভারেই ৩ নম্বরে ব্যাট করতে নামেন কোহলি।

তিনি ৩৯ বলে একটি মসৃণ ফিফটি করেন, প্রিয়াংশ আর্যের সঙ্গে ১১৩ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন, যিনি ৪৪ বলে ৭৪ রানে কেএস রাজুর বলে আউট হন।

আর প্রত্যাবর্তনের এই ম্যাচে এক রান যোগ করেই লিস্ট এ ক্রিকেটে বিরাট কোহলি ১৬ হাজার রান করলেন। উল্লেখ্য, শচিন টেন্ডুলকারের পর প্রথম কোন ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৬ হাজার রানের মাইলফলক আজ স্পর্শ করলেন কোহলি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande