
কলকাতা, ২৫ ডিসেম্বর ( হি. স.): বড়দিনের উৎসবের মাঝেও রাজ্য প্রশাসনিক সদর দফতর নবান্নের কাছে প্রতিবাদের আঁচ স্পষ্ট। সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীরা খালি গায়ে, হাতে থালা নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হলেন। নবান্নের অদূরে মন্দিরতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাঁদের অবস্থান-বিক্ষোভ বুধবার চতুর্থ দিনে পড়ল।ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয় গত ২২ ডিসেম্বর। সংগঠনের সদস্যদের দাবি, মাসে ৩০ দিনের কাজ নিশ্চিত করতে হবে এবং ৬০ বছর বয়স পর্যন্ত তাঁদের স্থায়ীকরণ করতে হবে। পাশাপাশি পেনশন ও ইএসআই চালুর দাবিও জানিয়েছেন তাঁরা। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ কাজ করলেও ন্যূনতম সামাজিক সুরক্ষা থেকে তাঁরা বঞ্চিত।এই আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান মঞ্চে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। শুভঙ্কর সরকার বলেন, আন্দোলনকারীদের ন্যায্য দাবিগুলি বিবেচনা করে আলোচনায় বসার জন্য মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি পাঠানো হবে।উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পরই মন্দিরতলা এলাকায় এই অবস্থান-বিক্ষোভ শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংগঠন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। বড়দিনের দিনেও এই বিক্ষোভ রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়