
কলকাতা, ২৫ ডিসেম্বর ( হি. স.) : রাজ্যজুড়ে শীতের দাপট আরও জোরালো হয়েছে। কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ মরশুমের শীতলতম দিন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের মতে, আগামী দু’দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বছরের শেষের দিক বা নতুন বছরের শুরুতে সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকলেও আপাতত শীতের প্রভাব বজায় থাকবে।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে ঘন কুয়াশার প্রভাব রয়েছে। বিশেষ করে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃহস্পতিবার এবং শুক্রবার ‘শীতল দিনের’ পরিস্থিতি তৈরি হতে পারে। এই দুই জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।অন্যদিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম রেকর্ড হয়েছে। আগামীকাল কলকাতায় তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস। এরপর পরবর্তী পাঁচ দিন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি থাকবে।বর্ষশেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে। শীত ও কুয়াশার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়