
কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) : শেষ বিদায় চোখের জলে। সিপিআইএম - র প্রবীণ নেতা, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও কৃষক নেতা উপেন কিস্কু (৭৩ বছর) চলে গেলেন। গত রাতেই জীবনাবসান হয়েছে। উল্লেখ্য, বাঁকুড়া জেলার রাইপুর (তফসিলি উপজাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রে ১৯৭৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নির্বাচিত হয়েছেন তিনি। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটানা ৮ বারের জন্য বিধায়ক পদে ছিলেন তিনি। ১৯৯১ সালে তফসিলি জাতি ও উপজাতি কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পদে গুরুদায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের পূর্ণ মন্ত্রী পদে আসীন হয়েছিলেন তিনি।
কমরেড উপেন কিস্কুর জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। উভয়েই একযোগে সমবেদনা জানিয়েছেন। প্রয়াত নেতা ও প্রাক্তন মন্ত্রীর পরিবার ও পরিজনদের প্রতি। কমরেড উপেন কিস্কু লাল সেলাম, কমরেড উপেন কিসকু অমর রহে - স্লোগানে মুখরিত হয়েছে রাইপুরের মাটি। অনুরাগীদের মধ্যেও ভিড় জমে শেষ শ্রদ্ধাজ্ঞাপনে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত