কৈলাসহর থেকে নিখোঁজ ২৪ জন কিশোর-যুবক উদ্ধার অরুণাচল প্রদেশে
কৈলাসহর (ত্রিপুরা), ২৫ ডিসেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর থেকে নিখোঁজ ২৪ জন কিশোর ও যুবককে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। এ খবর নিশ্চিত হতেই ঊনকোটি জেলাজুড়ে নেমে আসে স্বস্তির নিঃশ্বাস। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা ওই ২৪ জনকে অরুণাচল প্রদ
ত্রিপুরা পুলিশ


কৈলাসহর (ত্রিপুরা), ২৫ ডিসেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর থেকে নিখোঁজ ২৪ জন কিশোর ও যুবককে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। এ খবর নিশ্চিত হতেই ঊনকোটি জেলাজুড়ে নেমে আসে স্বস্তির নিঃশ্বাস। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা ওই ২৪ জনকে অরুণাচল প্রদেশ থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর. জানান, গত মঙ্গলবার কৈলাসহর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পরই এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু হয়। মোবাইল লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যায়, ওই ২৪ জনকে অরুণাচল প্রদেশের সিয়াং জেলার বেলাং থানা এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সুপার জানান, ত্রিপুরার ডিজিপি অনুরাগ এবং অরুণাচল প্রদেশের ডিজিপি আনন্দ মোহনের সরাসরি সমন্বয়ের মাধ্যমে একটি অভিযান পরিচালিত হয়। এর ফলেই অরুণাচল প্রদেশ পুলিশ সফলভাবে ২৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বর্তমানে তাঁরা স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের ত্রিপুরায় ফিরিয়ে আনা হবে।

অভিযানের সফলতা জেলাজুড়ে স্বস্তি ও কৃতজ্ঞতার সুর এনে দিয়েছে। পরিবারের সদস্যরা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্বস্তি ও কৃতজ্ঞতার বার্তা ছড়িয়ে পড়েছে।এই উদ্ধার অভিযানকে আন্তঃরাজ্য সহযোগিতা এবং ত্রিপুরা পুলিশের সতর্কতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande