নয়ডায় চারজন সাইবার প্রতারণার শিকার, প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা প্রতারণা
নয়ডা, ২৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগর জেলায় সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে নয়ডার চারজন বাসিন্দার কাছ থেকে মোট ১ কোটি ৫ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। প্রতিটি ঘটনায় পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সা
নয়ডায় চারজন সাইবার প্রতারণার শিকার, প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা প্রতারণা


নয়ডা, ২৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগর জেলায় সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে নয়ডার চারজন বাসিন্দার কাছ থেকে মোট ১ কোটি ৫ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। প্রতিটি ঘটনায় পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম পুলিশ।

বৃহস্পতিবার সাইবার ক্রাইমের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গ্রেটার নয়ডা ওয়েস্টের বাসিন্দা অবসরপ্রাপ্ত এক রেল আধিকারিক কাছ থেকে শেয়ার ট্রেডিংয়ে বিনিয়োগের নামে ৩৩ লক্ষ টাকা প্রতারণা করা হয়। ভুয়ো অ্যাপে লাভ দেখিয়ে পরে টাকা তুলতে চাইলে করের নামে আরও অর্থ দাবি করা হয় । অন্য একটি ঘটনায় সেক্টর-৩৬-এর বাসিন্দার মোবাইলে একটি লিঙ্ক ক্লিক করার পর তার এসবিআই ইয়োনো অ্যাকাউন্ট হ্যাক করে ২৭ লক্ষ টাকা তুলে নেওয়া হয়।

এছাড়া বিদ্যুৎ বিল বকেয়ার ভুয়ো ফোন করে গ্রেটার নয়ডার এক বাসিন্দা ও তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণা করা হয়।

আরও এক ঘটনায় ফরেক্স ট্রেডিংয়ে বিনিয়োগের প্রলোভনে এক ব্যক্তির কাছ থেকে ধাপে ধাপে ২২ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

এদিন পুলিশ আধিকারিক আরও জানিয়েছে, সবকটি ঘটনায় মামলা দায়ের করে সাইবার অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চলছে। সাধারণ মানুষকে অচেনা লিঙ্ক, বিনিয়োগ প্রস্তাব ও ফোন কলের ক্ষেত্রে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande