
সম্বলপুর, ২৫ ডিসেম্বর ( হি. স.):- বাংলাদেশি সন্দেহে ওড়িশায় নির্মম গণপিটুনিতে মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ওড়িশার সম্বলপুর জেলার শান্তিনগর এলাকায়। মৃত যুবকের নাম জুয়েল রানা (২১)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চক বাহাদুরপুর গ্রামে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মুর্শিদাবাদের আরও দুই যুবক—পলাশ শেখ ও আমির শেখ। তাঁরা বর্তমানে সম্বলপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র চার দিন আগে জুয়েল রানা ও তাঁর সঙ্গে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার কয়েকজন যুবক সম্বলপুরে একটি বহুতল নির্মাণের কাজে রাজমিস্ত্রি হিসেবে যোগ দেন। বুধবার রাত প্রায় ন’টা নাগাদ শান্তিনগর এলাকায় নির্মীয়মান বাড়িতে থাকা শ্রমিকদের কাছে কয়েকজন স্থানীয় যুবক পরিচয়পত্র দেখতে চান বলে অভিযোগ। সেই সময় শ্রমিকরা খাওয়া শেষে লুঙ্গি পরে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, এই কারণেই তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়।পরিযায়ী শ্রমিকরা কিছু বুঝে ওঠার আগেই ৭–৮ জন যুবক লাঠি ও অন্যান্য জিনিস নিয়ে তাঁদের উপর হামলা চালায়। বেধড়ক মারধরে জুয়েল গুরুতর জখম হন। পরে পুলিশ রক্তাক্ত অবস্থায় সকলকে সম্বলপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।এদিন মৃতের মা নাজেমা বিবি কান্নাভেজা কণ্ঠে বলেন, “আমার ছেলে কাজ করতে গিয়েছিল, এভাবে ওকে মেরে ফেলল কেন?” ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়