(আপডেট) ঘন কুয়াশার সকালে ডুয়ার্সে মত্ত হাতির হামলা, বাড়ির সামনেই প্রাণ গেল গ্রামবাসীর
আলিপুরদুয়ার, ২৫ ডিসেম্বর ( হি. স.):- বৃহস্পতিবার ডুয়ার্সে বড়দিনের সকালে ঘন কুয়াশার আড়ালে মর্মান্তিক হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর সংলগ্ন ব্যাংকান্দি এলাকায়। মৃতের নাম পবিত্র রায়
মৃত্যু


আলিপুরদুয়ার, ২৫ ডিসেম্বর ( হি. স.):- বৃহস্পতিবার ডুয়ার্সে বড়দিনের সকালে ঘন কুয়াশার আড়ালে মর্মান্তিক হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর সংলগ্ন ব্যাংকান্দি এলাকায়। মৃতের নাম পবিত্র রায় (৫২)। পরিবারের সদস্যদের চোখের সামনেই এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বড়দিনের সকালে প্রায় সাতটা নাগাদ ঘন কুয়াশার মধ্যে আচমকাই একটি মত্ত হাতি গ্রামে ঢুকে পড়ে। বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন পবিত্র রায়। কুয়াশার কারণে হাতিটির উপস্থিতি টের পাননি তিনি। আচমকাই হাতিটির সামনে পড়ে গেলে তাকে শুঁড়ে তুলে আছড়ে ফেলে এবং পরে পা দিয়ে চাপা দেয় হাতিটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি করলেও কুয়াশা ও আতঙ্কের কারণে কেউ এগিয়ে যেতে পারেননি।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা। পরে হাতিটিকে জঙ্গলমুখো করে তোলা হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী দলগাঁও জঙ্গল থেকে প্রায়ই হাতির দল এই এলাকায় চলে আসে। বারবার এমন ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীরা হাতি-মানুষ সংঘর্ষ রোধে স্থায়ী ব্যবস্থা ও পর্যাপ্ত নজরদারির দাবি জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande