
কলকাতা, ২৫ ডিসেম্বর (হি. স.) রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন কিস্কু প্রয়াত। বাঁকুড়া শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান উপেন কিস্কু। এরপর তাঁকে বাঁকুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের উন্নয়নে উপেন কিস্কুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য বিষয় - কলেজ, স্কুল প্রতিষ্ঠা থেকে শুরু করে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যেও একাধিক পরিকল্পনা গ্রহণ করেন তিনি। বাস্তবায়নের তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর এই মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত