
কলকাতা, ২৫ ডিসেম্বর ( হি. স.):- বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, বড়দিন বা মেরি ক্রিসমাস। উৎসবের আনন্দে সকাল থেকেই কলকাতার আলিপুর চিড়িয়াখানায় উপচে পড়ল ভিড়। শীতের সকাল, ছুটির দিন এবং বড়দিনের বিশেষ আনন্দ—সব মিলিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বহু মানুষ চিড়িয়াখানামুখী হন। সকাল থেকেই টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা যায়।শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষই আজ আলিপুর চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন। বিশেষ করে শিশুদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। বাঘ, সিংহ, জিরাফ, হাতি, জলহস্তী থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি দেখার জন্য নানা এনক্লোজারের সামনে ভিড় জমে যায়। বড়দিন উপলক্ষে চিড়িয়াখানা চত্বরে ছিল উৎসবের আবহ। অনেকেই সান্তা ক্যাপ পরে ছবি তুলতে ব্যস্ত ছিলেন।ভিড় সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আজ দর্শনার্থীর সংখ্যা স্বাভাবিক দিনের তুলনায় অনেকটাই বেশি। ভিড়ের কারণে দর্শনার্থীদের ধৈর্য ধরে লাইনে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে।অন্যদিকে বড়দিনের আনন্দে শহরের পার্ক, চিড়িয়াখানা ও বিনোদন কেন্দ্রগুলিতেও একই ছবি ধরা পড়েছে। উৎসবের এই দিনে আলিপুর চিড়িয়াখানায় মানুষের ঢল বড়দিনের আনন্দকে আরও রঙিন করে তুলেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়