অনুপপুরে এসটিএফ-এর বড় সাফল্য, ৫৯৯ কেজি গাঁজা উদ্ধার
অনুপপুর, ২৫ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় এসটিএফ বুধবার গভীর রাতে ওড়িশা থেকে মধ্যপ্রদেশে পাচার হওয়া প্রায় ৫৯৯ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই অভিযানে একটি ট্রাক-সহ দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক
অনুপপুরে এসটিএফ-এর বড় সাফল্য, ৫৯৯ কেজি গাঁজা উদ্ধার


অনুপপুর, ২৫ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় এসটিএফ বুধবার গভীর রাতে ওড়িশা থেকে মধ্যপ্রদেশে পাচার হওয়া প্রায় ৫৯৯ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই অভিযানে একটি ট্রাক-সহ দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। পাশাপাশি বাজেয়াপ্ত করা ট্রাকটির মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার এসটিএফ সূত্রে জানা গিয়েছে, পাচারের জন্য ট্রাকের ভেতরে চাদর দিয়ে গোপন কম্পার্টমেন্ট তৈরি করা হয়েছিল, যেখানে গাঁজার প্যাকেট লুকিয়ে রাখা হয়। ছত্তিশগড়-মধ্যপ্রদেশ সীমান্ত সংলগ্ন অনুপপুর জেলার জয়থারি থানার অন্তর্গত জঙ্গলপথে এই অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশার সম্ভল এলাকা থেকে ট্রাকটির গতিবিধির উপর নজরদারি চালিয়ে জয়থারি থানার কাছে অভিযান চালিয়ে সাফল্য পায় এসটিএফ -এর দল। ধৃতরা হল ধনঞ্জয় সিং এবং অঙ্কিত বিশ্বকর্মা। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande