
নার্নৌল, ২৫ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার নার্নৌলে জাতীয় সড়ক–১৫২ডি-তে ভয়াবহ পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে গুয়ানা টোল প্লাজার কাছে দ্রুতগতির একটি বাণিজ্যিক যান অন্য একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে থাকা তিনজন—রাজকুমার যদুবংশী, রবি দত্ত এবং ট্যাক্সি চালক প্রবীণ নিরপুরের গ্রামের বাসিন্দা ছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁরা গাড়ি থেকে বেরোতে পারেননি এবং ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের।
দুর্ঘটনার খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দমকল কর্মীদের সহায়তায় গাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর বাণিজ্যিক যানের চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য