
হরিদ্বার, ২৫ ডিসেম্বর (হি.স.): অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে উত্তরাখণ্ডের হরিদ্বারে বৃহস্পতিবার গ্রেফতার স্ত্রী সহ আরও ৫ জন অভিযুক্ত । ঘটনাটি ঘটেছে হরিদ্বারের কাঁখালে।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, লাকসারের আকোধা কলারের বাসিন্দা ব্রিজেশ কুমার থানায় একটি অভিযোগ দায়ের করে । তাঁর অভিযোগ , দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বাড়িতে ছিলেন না তাঁর শ্যালক অরবিন্দ কুমার । বাড়ি ফিরে আসতেই তিনি জানতে পারেন তাঁর স্ত্রী রোহন নামের এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত । অরবিন্দ এবং ব্রিজেশ উভয় অরবিন্দর স্ত্রীয়ের সঙ্গে একান্তে কথা বলার সিদ্ধান্ত নেয় । সেইমত তাঁরা সোমবার ওই মহিলার সঙ্গে আলোচনায় বসলে কৌশলে অরবিন্দের স্ত্রী তাঁদের দুজনকে বাড়ির বাইরে এমন একটি স্থানে নিয়ে যায় যেখানে সিসি ক্যামেরা ছিল না। এরপর তাঁর স্ত্রীয়ের প্রেমিক রোহন এবং অন্যান্য ভাড়াটে দুষ্কৃতীরা অরবিন্দ ও ব্রিজেশের উপর লাঠি ও পাথর দিয়ে মারধর করে এবং চম্পট দেয় । এরপর গুরুতরভাবে আহত অবস্থায় অরবিন্দ ও ব্রিজেশকে স্থানীয়রা উদ্ধার করে ও চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় । তবে অরবিন্দের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক । এই ঘটনার পর ব্রিজেশ থানায় অভিযোগ দায়ের করলে তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায় এবং বৃহস্পতিবার গ্রেফতার হয় অভিযুক্তদের । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক