
হরিদ্বার, ২৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালালো কয়েকজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বুধবার , লাকসার ওভারব্রিজের কাছে । এই গোলাগুলির ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক ।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার লাকসার ওভারব্রিজের কাছে গাড়ি যানজটে আটকে ছিল । ঠিক সেইসময় একটি বাইকে করে আসা দুই দুষ্কৃতী হঠাৎই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । আরও জানা গেছে , দুষ্কৃতীদের মধ্যে বিনয় ত্যাগী ওরফে টিঙ্কু নামের একজন জখম হয়। এছাড়াও এই অতর্কিত গুলি বর্ষণের ফলে জখম হন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয় পুলিশের গাড়িটি ।
জখম পুলিশ আধিকারিকদের তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় । পড়ে তাদের অবস্থার অবনতি ঘটলে দ্রুত অন্যত্র স্থানান্তর করা হয় । পুলিশের উপর এইধরনের অতর্কিত আক্রমণে উচ্চমহলে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য ইতিমধ্যেই তৈরি হয়েছে ১২ জনের একটি দল। সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে অনবরত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক