
খগড়পুর, ২৫ ডিসেম্বর ( হি. স. ) চিকিৎসক ও নার্সদের গাফিলতিতে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত খড়গপুর মহকুমা হাসপাতাল চত্বর। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার। ঘটনাটিকে দুঃখজনক বলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মামনি মুখোপাধ্যায়কে প্রসব বেদনা নিয়ে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁকে হাসপাতালের বেডেই ফেলে রাখা হয় বলে অভিযোগ। গর্ভবতী মায়ের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে বৃহস্পতিবার ভোরে তাঁকে ওটিতে নিয়ে যাওয়া হয়। রোগীর মায়ের অভিযোগ, নার্সদের বারবার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কথা বলা হলেও তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বরং নার্সদের ঘুমের ব্যাঘাত ঘটায় আপত্তিকর কথাবার্তা বলা হয় বলে অভিযোগ। পরে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয় বলে জানায় চিকিৎসকরা। তারপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব হন পরিবারের সদস্যরা। গৃহবধুর মা সুষমা মুখোপাধ্যায় বলেন, “নার্স ও চিকিৎসকের গাফিলতিতে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে। আমি এঁদের শাস্তি চাই।”
হিন্দুস্থান সমাচার / সোনালি