বাজপেয়ীর জন্মদিনে বিজেপি-এর মুখপত্র ‘বিকাশ পথ’-এর পুনরায় প্রকাশ
আগরতলা, ২৫ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির মুখপত্র ‘বিকাশ পথ’-এর নতুন করে প্রকাশনা শুরু হলো। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখপত্রটির আনুষ্ঠানিক সূচনা করেন
বিকাশ পথ-এর সূচনা


আগরতলা, ২৫ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির মুখপত্র ‘বিকাশ পথ’-এর নতুন করে প্রকাশনা শুরু হলো। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখপত্রটির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

দীর্ঘদিন ধরে ‘বিকাশ পথ’-এর সঙ্গে যুক্ত ছিলেন দলের প্রবীণ নেতা সজল আচার্য। কিছু কারণে মুখপত্রটির প্রকাশনা মাঝখানে বন্ধ হয়ে পড়েছিল। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও পরামর্শে তিনি পুনরায় মুখপত্রটির দায়িত্ব গ্রহণ করেন এবং নতুনভাবে মুদ্রণ ও প্রচারের ব্যবস্থা করেন।

মুখপত্রের সূচনা উপলক্ষে মুখ্যমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “বিকাশ পথ থেকে অনেক মূল্যবান তথ্য পাওয়া যায়। বিজেপির নীতি, সংগঠন ও কার্যক্রম সম্পর্কে নিচুস্তর থেকে কেন্দ্রীয় নেতৃত্ব—সবাই এই মুখপত্রের মাধ্যমে অবগত হন।” মুখপত্রটি পুনরায় চালু করার জন্য সজল আচার্যকে অভিনন্দনও জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande