
ফতেহাবাদ, ২৫ ডিসেম্বর (হি.স.): পারিবারিক কলহ । আর তার জেরেই আত্মহত্যার অভিযোগ হরিয়ানার ফতেহাবাদে । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, ভাট্টু রোডের ধিংসারা গ্রামে। মৃতের নাম বাহাদুর লোহার (৪১)। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহত বাহাদুর বুধবার রাতে মত্ত অবস্থায় বাড়িতে ঢুকেছিলেন । এরপর স্ত্রীর সঙ্গে বাঁধে বচসা । বচসার পর তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ঘর থেকে উদ্ধার করেন তাঁর ঝুলন্ত দেহ । এরপর পুলিশকে খবর দেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। জানা গেছে , নিহত বাহাদুরের স্ত্রী ছাড়াও রয়েছে এক ১৬ বছরের ছেলে ও ১৮ বছরের মেয়ে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক