স্ত্রীর সঙ্গে বচসা! গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রৌঢ়ের
ফতেহাবাদ, ২৫ ডিসেম্বর (হি.স.): পারিবারিক কলহ । আর তার জেরেই আত্মহত্যার অভিযোগ হরিয়ানার ফতেহাবাদে । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, ভাট্টু রোডের ধিংসারা গ্রামে। মৃতের নাম বাহাদুর লোহার (৪১)। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্
স্ত্রীর সঙ্গে বচসা! গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রৌঢ়ের


ফতেহাবাদ, ২৫ ডিসেম্বর (হি.স.): পারিবারিক কলহ । আর তার জেরেই আত্মহত্যার অভিযোগ হরিয়ানার ফতেহাবাদে । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, ভাট্টু রোডের ধিংসারা গ্রামে। মৃতের নাম বাহাদুর লোহার (৪১)। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহত বাহাদুর বুধবার রাতে মত্ত অবস্থায় বাড়িতে ঢুকেছিলেন । এরপর স্ত্রীর সঙ্গে বাঁধে বচসা । বচসার পর তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ঘর থেকে উদ্ধার করেন তাঁর ঝুলন্ত দেহ । এরপর পুলিশকে খবর দেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। জানা গেছে , নিহত বাহাদুরের স্ত্রী ছাড়াও রয়েছে এক ১৬ বছরের ছেলে ও ১৮ বছরের মেয়ে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande