
জলপাইগুড়ি, ২৫ ডিসেম্বর (হি.স.): নিখোঁজ হওয়ার ছয় দিন পর অবশেষে মিলল মহিলার হদিশ| বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি তিস্তা ব্যারেজ ক্যানেলের লক গেট থেকে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মনেশ্বরী রায় । তিনি ফুলবাড়ি সংলগ্ন ছোবা ভিটা এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৮ ডিসেম্বর দুপুরবেলা বাড়ি থেকে বেরোনোর পর আর ফিরে আসেননি মনেশ্বরী দেবী। আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত জায়গায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তাঁর কোনও সন্ধান মেলেনি। অবশেষে পরিবারের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা তিস্তা ব্যারেজ ক্যানেলের লক গেটে একটি দেহ আটকে থাকতে দেখেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নিখোঁজ মহিলার ছেলে বিজয় রায় ও পরিবারের অন্যান্য সদস্যরা। সেখানে গিয়ে তাঁরা দেহটি মনেশ্বরী রায়ের বলে শনাক্ত করেন। ছেলের বয়ান অনুযায়ী, তাঁর মা গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন এবং এদিন সকালে খবর পেয়ে এখানে এসে তিনি মাকে চিনতে পারেন।
এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এটি দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাটি নিয়ে একটি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি