সরকারি ছুটি ও ন্যূনতম বেতনের দাবিতে ঝাড়গ্রামে আশাকর্মীদের বিক্ষোভ
ঝাড়গ্রাম, ২৬ ডিসেম্বর (হি.স.): সরকারি ছুটি, সব ধরনের ভাতা নিশ্চিতকরণ এবং মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা বেতনের দাবিতে শুক্রবার ঝাড়গ্রামে বিক্ষোভ দেখালেন জেলার আশাকর্মীরা। এদিন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক থেকে আসা আশাকর্মীরা শহরের পাঁচমাথা মোড়ে সাময়
সরকারি ছুটি, সব ধরনের ভাতা নিশ্চিতকরন ও মাসিক বেতন পনেরো হাজার টাকা সহ একধিক দাবি দাওয়া নিয়ে সাময়িক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান জেলার আশা কর্মীরা


ঝাড়গ্রাম, ২৬ ডিসেম্বর (হি.স.): সরকারি ছুটি, সব ধরনের ভাতা নিশ্চিতকরণ এবং মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা বেতনের দাবিতে শুক্রবার ঝাড়গ্রামে বিক্ষোভ দেখালেন জেলার আশাকর্মীরা। এদিন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক থেকে আসা আশাকর্মীরা শহরের পাঁচমাথা মোড়ে সাময়িক পথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এর জেরে যান চলাচল ব্যাহত হলে ঝাড়গ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পথ অবরোধ তুলে দেয়। এরপর আশাকর্মীরা মিছিল করে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতরের সিএমওএইচ কার্যালয়ে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন এবং নিজেদের ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। আশাকর্মীদের দাবি, তাঁদের ন্যায্য দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande