যুবক খুনের পর পুলিশের সঙ্গে লড়াই , গ্রেফতার পাঁচ অভিযুক্ত
বালিয়া, ২৬ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বালিয়া জেলায় রাসরা থানার অন্তর্গত এলাকার রাসরা-নাগারা সড়কে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় আট ঘণ্টার মধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান
যুবক খুনের পর পুলিশের সঙ্গে লড়াই , গ্রেফতার পাঁচ অভিযুক্ত


বালিয়া, ২৬ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বালিয়া জেলায় রাসরা থানার অন্তর্গত এলাকার রাসরা-নাগারা সড়কে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় আট ঘণ্টার মধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে পুলিশের সঙ্গে লড়াইয়ের সময় দু’জন দুষ্কৃতীর পায়ে গুলি লাগে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় দশটা নাগাদ রাঘোপুর এলাকায় মদের দোকানের কাছে খাবার বিক্রি করা ৪৮ বছরের সন্তোষ সিংহকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ । দোকানদের সঙ্গে টাকা নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।

শুক্রবার ভোরে চেকিংয়ের সময় কাঠুরা মোড়ের কাছে সন্দেহভাজনদের আটকাতে গেলে পুলিশের উপর হামলা চালানো হয়। পুলিশের পাল্টা গুলিতে দু’জন আহত হয় এবং তিন জনকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও কার্তুজ উদ্ধার হয়েছে। আহতদের বালিয়া সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande