
কলকাতা, ২৬ ডিসেম্বর ( হি. স.):- বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যার প্রতিবাদে শুক্রবার কলকাতার বেকবাগানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে অভিযান কর্মসূচির ডাক দেয় হিন্দু সংহতি। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিকভাবে অত্যাচার ও হত্যার ঘটনা ঘটলেও সে দেশের সরকার নীরব ভূমিকা পালন করছে।এদিন দুপুরে হিন্দু সংহতির কর্মী-সমর্থকেরা বেকবাগান এলাকায় জড়ো হয়ে বাংলাদেশ হাইকমিশনের দিকে মিছিল করার চেষ্টা করেন। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দীপু দাস হত্যার বিচার দাবি করেন এবং বাংলাদেশ সরকার ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল কলকাতা পুলিশের বিপুল বাহিনী।হিন্দু সংহতির নেতৃত্বের দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যুবকদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। দীপু দাসের হত্যাকাণ্ড তারই একটি দৃষ্টান্ত। অবিলম্বে এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট দূরত্বে আটকে দেওয়া হয়। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়