ভিসা অফিসের পর এবার সোনালী ব্যাঙ্ক, শিলিগুড়িতে ফের আন্দোলনে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ
শিলিগুড়ি, ২৬ ডিসেম্বর ( হি. স.): শিলিগুড়িতে ভিসা অফিস বন্ধ করানোর পর এবার বাংলাদেশের সোনালী ব্যাঙ্ককে ঘিরে ফের আন্দোলনে নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। শুক্রবার শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ে অবস্থিত সোনালী ব্যাঙ্ক অভিযানের ডাক দেয় সংগঠনটি। পাকুড়তল
প্রতিবাদ শিলিগুড়ি


শিলিগুড়ি, ২৬ ডিসেম্বর ( হি. স.): শিলিগুড়িতে ভিসা অফিস বন্ধ করানোর পর এবার বাংলাদেশের সোনালী ব্যাঙ্ককে ঘিরে ফের আন্দোলনে নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। শুক্রবার শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ে অবস্থিত সোনালী ব্যাঙ্ক অভিযানের ডাক দেয় সংগঠনটি। পাকুড়তলা মোড় থেকে মিছিল শুরু করে মহামঞ্চের কর্মীরা পানিট্যাঙ্কি মোড়ে এসে পৌঁছন।ব্যাঙ্কের সামনে আগে থেকেই মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। মিছিল ব্যাঙ্কের সামনে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কর্মীদের ধস্তাধস্তি হয়। এরই মধ্যে ব্যাঙ্কের সামনে বাংলাদেশের ইউনিস সরকারের কুশপুতুল দাহ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কড়া অবস্থান নেয়।বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উপদেষ্টা কমিটির সদস্য ও সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, “আজ পুলিশ সোনালী ব্যাঙ্ককে নিরাপত্তা দিল। কিন্তু এভাবে আমরা থামব না। যতদিন না বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততদিন আমাদের আন্দোলন চলবে।” তিনি আরও দাবি করেন, সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রেও আবেদন জানানো হয়েছে যাতে কোনওরকম সুযোগ-সুবিধা না দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, যদিও কিছু সময়ের জন্য এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande