ক্রিসমাসে কলকাতায় কড়া নজরদারি, ১৯১ জন গ্রেফতার, ট্র্যাফিক আইন ভাঙায় শতাধিক মামলা
কলকাতা, ২৬ ডিসেম্বর ( হি. স.):- ক্রিসমাস উপলক্ষে শহরজুড়ে উৎসবের আবহ থাকলেও আইনশৃঙ্খলা ও যানবাহন নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ ও ট্র্যাফিক বিভাগ। ক্রিসমাসের দিন বিভিন্ন অভিযানে মোট ১৯১ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার কলকাতা প
ক্রিসমাসে কলকাতায় কড়া নজরদারি, ১৯১ জন গ্রেফতার, ট্র্যাফিক আইন ভাঙায় শতাধিক মামলা


কলকাতা, ২৬ ডিসেম্বর ( হি. স.):- ক্রিসমাস উপলক্ষে শহরজুড়ে উৎসবের আবহ থাকলেও আইনশৃঙ্খলা ও যানবাহন নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ ও ট্র্যাফিক বিভাগ। ক্রিসমাসের দিন বিভিন্ন অভিযানে মোট ১৯১ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। পাশাপাশি ট্র্যাফিক নিয়ম ভাঙার অভিযোগে শতাধিক চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।কলকাতা ট্র্যাফিক পুলিশের সূত্রে জানা গিয়েছে, ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৪১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে বাইকে দু’জনের বেশি আরোহী বহনের অভিযোগে ৫২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনা হেলমেটে গাড়ি চালানোর জন্য ১০০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। নিয়ন্ত্রণহীন ও বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে ৮১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।সবচেয়ে উদ্বেগজনকভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৭৭ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ট্র্যাফিক পুলিশ। এছাড়াও সিগন্যাল অমান্য, নথিপত্রের ত্রুটি ও অন্যান্য নানা কারণে আরও ১০২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।কলকাতা পুলিশের দাবি, উৎসবের দিনে দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়। আগামী দিনেও শহরে ট্র্যাফিক নিয়ম মানতে কড়া নজরদারি চলবে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande