
বাসন্তী, ২৬ ডিসেম্বর ( হি. স.) :- দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান এলাকায় এক বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে এক শিশু। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণটি বোমার নাকি সিলিন্ডারের, তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ। শুক্রবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পরিত্যক্ত ঘরের মধ্যে হঠাৎই বিস্ফোরণ ঘটে। সেই সময় সেখানে থাকা শিশুটি গুরুতর জখম হয়। ঘটনাস্থল জুড়ে রক্তের ছাপ ছড়িয়ে থাকতে দেখা যায়। পাশাপাশি চারদিকে পড়ে থাকতে দেখা যায় সুতলি দড়ির টুকরো, যা সাধারণত বোমা তৈরিতে ব্যবহৃত হয় বলে পুলিশের অনুমান। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের অবশিষ্টাংশ উদ্ধার করে।আহত শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।স্থানীয় বাসিন্দা অজিত পিয়াদা জানান, একটি পরিত্যক্ত বাড়িতে খাওয়া-দাওয়ার আয়োজন চলছিল। সেই সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। কেউ কেউ সিলিন্ডার বিস্ফোরণের কথা বললেও পুলিশ ঘটনাস্থল থেকে সুতলি দড়ি উদ্ধার করেছে।এ বিষয়ে ক্যানিং এসডিপিও রামকুমার মণ্ডল জানান, বিস্ফোরণের প্রকৃতি এখনও নিশ্চিত নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়