
ঝাড়গ্রাম, ২৬ ডিসেম্বর (হি.স.) : ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। প্রতিদিন সন্ধ্যা নামলেই দল বেঁধে ফসলের ক্ষেতে ঢুকে ধান, আলু ও শীতকালীন সবজি নষ্ট করছে হাতির পাল। বৃহস্পতিবার রাতে ঝাড়্গ্রাম ব্লকের মাণিকপাড়া রেঞ্জের রমরমা বিটের আখড়াশোল এলাকায় ১৩–১৪টি হাতির একটি দল আলু ক্ষেতে তাণ্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির দলটি সাঁকরাইল ব্লকের দিক থেকে রেললাইন পার হয়ে মাণিকপাড়া রেঞ্জে প্রবেশ করে বিঘার পর বিঘা জমির আলু গাছ খেয়ে ও পায়ে মাড়িয়ে তছনছ করে দেয়। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। আলুর পাশাপাশি শীতকালীন সবজিরও ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
কৃষকদের অভিযোগ, হাতির উপস্থিতির খবর বনদফতরকে জানানো হলেও দ্রুত হাতি তাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়নি। আগেও পাকা ধান তোলার সময় হাতির হানায় বড় ক্ষতি হয়েছিল বলে দাবি তাঁদের। পাশাপাশি ক্ষয়ক্ষতির তুলনায় বনদফতরের ক্ষতিপূরণ অপ্রতুল বলেও অভিযোগ ওঠে।
যদিও বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতির পালকে ড্রাইভ করার চেষ্টা করা হচ্ছে, তবে তারা ঘুরে ফিরে আবার এলাকায় ঢুকে পড়ছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো