ফিরে দেখা ২০২৫, বিষয় : বিশিষ্টজনের জীবনাবসান
গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিদায়ী ২০২৫-এ উত্তর-পূর্বাঞ্চলের যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির জীবনাবসান ঘটেছে, সে সম্পর্কিত কয়েকটি খবর তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার ... ৯ জানুয়ারি প্রয়াত অসমিয়া ও বাংলা চলচ্চিত্ৰাভিনেত্ৰী তথা কণ্ঠশিল্পী জ
ফিরে দেখা ২০২৫ (১)


গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিদায়ী ২০২৫-এ উত্তর-পূর্বাঞ্চলের যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির জীবনাবসান ঘটেছে, সে সম্পর্কিত কয়েকটি খবর তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার ...

৯ জানুয়ারি প্রয়াত অসমিয়া ও বাংলা চলচ্চিত্ৰাভিনেত্ৰী তথা কণ্ঠশিল্পী জ্ঞানদা কাকতির জীবনাবসান ঘটেছে। বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর ৯২ বছর বয়সে শিলঙের বেসরকারি বেথানি হাসপাতালে অসমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল নক্ষত্র জ্ঞানদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷

১৮ জানুয়ারি প্রয়াত মণিপুরের সেনাপতি জেলান্তর্গত ৪৯ নম্বর তাদুবি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ‘ন্যাশনাল পিপলস্ পার্টি’ (এনপিপি)-র নেতা ৫৮ বছর বয়সি এন কাইসি।

২৯ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মৌনী অমাবস্যার পবিত্র স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন দক্ষিণ অসমের বরাক উপত্যকার অন্তর্গত হাইলাকান্দি জেলা সদরের পুণ্যার্থী শীর্ষস্তরের মিষ্টির দোকান ‘ওম সুইটস-এর স্বত্বাধিকারী নীতিরঞ্জন পাল।

১৩ ফেব্রুয়ারি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর জীবনাবসান। এদিন ভোররাত প্রায় দুটায় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি।

২৫ ফেব্ৰুয়ারি রাত প্ৰায় ১০.৩০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনসংঘের জ্যেষ্ঠ নেতা অসম প্ৰদেশ বিজেপির প্রাক্তন সাংগঠনিক সাধারণ সম্পাদক, উপ-সভাপতি হরেকৃষ্ণ ভরালি (৭৬)।

আইজল, ৩০ এপ্রিল জীবনাবসান ঘটেছে প্ৰবীণ কংগ্রেস নেতা, মিজোরাম থেকে নিৰ্বাচিত প্রাক্তন রাজ্যসভা সদস্য রোনাল্ড সাপা ত্লাউ-এর। নয়াদিল্লিতে ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ (এইমস)-এ এদিন সকাল ৮:০০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন সাংসদ রোনাল্ড। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।

আগরতলা, ১০ মে প্ৰয়াত ত্রিপুরার প্রাক্তন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরার মৃত্যু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

গুয়াহাটি, ১৬ মে জনপ্রিয় অসমীয়া সংগীতশিল্পী গায়ত্রী হাজারিকার জীবনাবসান। এদিন গুয়াহাটিতে অবস্থিত বেসরকারি নেমকেয়ার হাসপাতালে বেলা ২:১৫ মিনিট নাগাদ মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বহু অসমীয়া ছায়াছবির নেপথ্য কণ্ঠশিল্পী গায়ত্রী।

আগরতলা, ২০ জুলাই আগরতলা থেকে প্রকাশিত 'দৈনিক সংবাদ'-এর বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিকের মৃত্যু।

গুয়াহাটি, ২৩ জুলাই ৮৩ বছর বয়সে প্ৰয়াত বিশিষ্ট অসমিয়া লেখক, কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ এবং সমালোচক ড. বসন্তকুমার ভট্টাচার্য। এদিন সকালে নলবাড়িতে তাঁর নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

২৭ আগস্ট বিশিষ্ট অৰ্থনীতিবিদ, লেখক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কেন্দ্ৰীয় বোৰ্ডের প্ৰাক্তন অধিকর্তা, সিপিআইএম-এর প্রাক্তন অসম প্রদেশ সদস্য অনন্ত কলিতার (৭৬) মৃত্যু।

১৯ সেপ্টেম্বর অসমিয়া যুবপ্রজন্মের হার্টথ্রব, 'ইয়া আলি…'খ্যাত কিংবদন্তি সংগীত-তারকা, চিত্রপরিচালক, প্রযোজক জুবিন গাৰ্গের প্ৰয়াণ।

৭ অক্টোবর প্ৰয়াত শ্রীভূমি জেলান্তর্গত পাথারকা‌ন্দি মণ্ডল বি‌জে‌পির প্রাক্তন সভাপ‌তি তথা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা অসম রাজ্য কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা কলকলিঘাট গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর ৪ নম্বর ওয়ার্ড সদস্য তথা বি‌শিষ্ট ঠিকাদার প্রকাশ সিনহা।

৩০ অক্টোবর প্রয়াত অসমের বিশিষ্ট সংগীত শিল্পী, গীতিকার, সুরকার সৈয়দ সাদুল্লা। এদিন সকাল ১০:৩০ মিনিটে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত ছিলেন সাদুল্লা।

৩ নভেম্বর সকাল ৬:১৫টায় চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট বাঁশিবাদক দীপক শর্মার (৫৭)।

২০ নভেম্বর বিশ্বহিন্দু পরিষদ পাথারকান্দি প্ৰখণ্ডের প্রাক্তন সভাপতি শিবু সিনহার (৫০) মৃত্যু।

৩০ নভেম্বর বিশিষ্ট রাজনীতিবিদ, অসম গণ পরিষদ-এর প্রাক্তন উপ-সভাপতি পাথারকান্দির নব রাজকুমার ওরফে মনু সিঙের (৭৬) মৃত্যু।

১৪ ডিসেম্বর বিশিষ্ট সাংবাদিক, বহুল প্ৰচারিত ‘দ্য আসাম ট্ৰিবিউন’-এর স্বত্বাধিকারী পদ্মশ্রীপ্রাপ্ত প্ৰফুল্ল গোবিন্দ বরুয়ার (৯৪) দেহাবসান।

১৬ ডিসেম্বর যোরহাট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ এবং এপিডিসিএল-এর প্রাক্তন ডিরেক্টর প্রফেসর অমিয়কুমার দেব (৮৯) প্ৰয়াত।

২৪ ডিসেম্বর আকাশবাণী শিলচর এবং শিলচর দূরদর্শনের জনপ্রিয় নিয়মিত সংগীত শিল্পী, অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্ৰবৰ্তিত উপাসনায় স্বামীজি রচিত, সুরারোপিত এবং পরিচালিত অসংখ্য গানের গ্রামাফোন রেকর্ড ও অডিও ক্যাসেটে কণ্ঠদানকারী রঞ্জিত পুরকায়স্থ (৯০)-এর দেহাবসান।

২৬ ডিসেম্বর ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ, ধর্মনগর আসনের চার বারের বিধায়ক বিশ্ববন্ধু সেন (৭৩)-এর জীবনাবসান।

(অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande