
অনুপপুর, ২৬ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় শুক্রবার সকালে অনুপপুর-জৈথরি প্রধান সড়কের বেলিয়া গেটের কাছে রেললাইনে একটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে। ট্রেনের ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা রেললাইনে দেহটি পড়ে থাকতে দেখে বনদফতরকে খবর দেন। পরে বনদফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
অনুপপুর ডিএফও জানান, বৃহস্পতিবার গভীর রাত বা শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তিনি আরও জানান, বান্ধবগড় থেকে ফরেনসিক দল ডাকা হয়েছে। চিতাবাঘের দেহটি বান্ধবগড়ে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করা হবে। বন দফতরের অনুমান , দুর্ঘটনায় চিতাবাঘটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর এলাকায় বন্যপ্রাণ সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য