শান্তিপুর ব্লকের চার পঞ্চায়েতে ৫২ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন বিজেপি বিধায়কের
নদীয়া, ২৬ ডিসেম্বর ( হি. স.):- নদীয়া জেলার শান্তিপুর ব্লকের টাউনশিপ, নবলা, আরবান্দী এক নম্বর ও দু’নম্বর—এই চারটি পঞ্চায়েতে মোট ৫২ লক্ষ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী।
প্রকল্পের উদ্বোধন


নদীয়া, ২৬ ডিসেম্বর ( হি. স.):- নদীয়া জেলার শান্তিপুর ব্লকের টাউনশিপ, নবলা, আরবান্দী এক নম্বর ও দু’নম্বর—এই চারটি পঞ্চায়েতে মোট ৫২ লক্ষ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী। শুক্রবার শীতের দুপুরে গ্রামাঞ্চলে ছিল উৎসবের মেজাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী, সদস্যা অর্পিতা বিশ্বাস, স্থানীয় পঞ্চায়েত সদস্যা নয়নমনি রাজয়ার-সহ এলাকার বিশিষ্টজনেরা।উদ্বোধিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে ছয়টি গ্রামীণ রাস্তা, মিনি মাস্ট ও হাই মাস্ট মিলিয়ে মোট ১৯টি লাইট। স্থানীয় পঞ্চায়েত সদস্যাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা নির্মাণের কথা বলা হলেও পঞ্চায়েত ও রাজ্য সরকারের তরফে তেমন উদ্যোগ নেওয়া হয়নি। বিধায়ক নিজের তহবিল থেকে এই রাস্তা নির্মাণ করায় কৃষকরা মাঠ থেকে ফসল আনা-নেওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে।পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী শাসক দলের বিধায়ককে কটাক্ষ করে বলেন, তাঁদের বিধায়ক অন্যের তৈরি রাস্তারও উদ্বোধন করেন না। অন্যদিকে বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী বলেন, ভোটের দামামা বাজার আগেই মানুষের চাহিদার শতভাগ পূরণ করাই তাঁর লক্ষ্য। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখাই সকলের কর্তব্য বলেও তিনি মন্তব্য করেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande