কুলদীপ সেঙ্গারের জামিন ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূলের, শশী পাঁজার তীব্র মন্তব্য
কলকাতা, ২৬ ডিসেম্বর ( হি. স.):- উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি নেতা কুলদীপ সেঙ্গারের জামিন পাওয়া নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই ইস্যুতে দলের মুখপাত্র শশী পাঁজা বিজেপির বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ শানান। তাঁর অভিযোগ, নার
শশী পাঁজা


কলকাতা, ২৬ ডিসেম্বর ( হি. স.):- উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি নেতা কুলদীপ সেঙ্গারের জামিন পাওয়া নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই ইস্যুতে দলের মুখপাত্র শশী পাঁজা বিজেপির বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ শানান। তাঁর অভিযোগ, নারী নিরাপত্তা নিয়ে বিজেপির স্লোগান ও বাস্তব কাজের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে।শশী পাঁজা বলেন, বিজেপির প্রকৃত লক্ষ্য ‘বেটি পড়াও, বেটি বাঁচাও’ নয়, বরং ‘ধর্ষকদের বাঁচাও’। তাঁর দাবি, কুলদীপ সেঙ্গারের মতো একজন দোষী সাব্যস্ত ব্যক্তির জামিন পাওয়া প্রমাণ করে যে নারী নিরাপত্তা নিয়ে বিজেপি আদৌ আন্তরিক নয়। এই ধরনের সিদ্ধান্ত সমাজে ভয়ংকর বার্তা দেয় এবং অপরাধীদের আরও সাহস জোগায় বলেও মন্তব্য করেন তিনি।তৃণমূল মুখপাত্র আরও বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে এলেও দলীয় নেতৃত্ব কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। শুধু বড় বড় কথা আর বিজ্ঞাপন দিয়ে নারী সুরক্ষা নিশ্চিত করা যায় না বলেও কটাক্ষ করেন তিনি।এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হয়েছে। শশী পাঁজার বক্তব্য, দেশের নারীদের নিরাপত্তা নিয়ে যদি সরকার সত্যিই চিন্তিত হয়, তবে এমন ঘটনায় কঠোর অবস্থান নেওয়াই উচিত।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande