
গণ্ডাছড়া (ত্রিপুরা), ২৬ ডিসেম্বর (হি.স.) : ধলাই জেলার গণ্ডাছড়ায় নাশকতার আগুনে একটি পোল্ট্রি ফার্মের দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে জ্যান্ত পুড়ে মৃত্যু হয়েছে প্রায় ছয়শো পঞ্চাশটি মোরগ ছানার। সর্বস্ব হারিয়ে হতবাক মালিক বিকাশ দাস এখন কার্যত পথে বসার পরিস্থিতিতে।
ফার্মের মালিক বিকাশ দাস জানান, গত ১৯ বছর ধরে তিনি উত্তর দুর্গাপুরের বিএসএফ ক্যাম্প সংলগ্ন নিজের বাড়ির পাশে পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছিলেন। দীর্ঘ দুই দশকের কাছাকাছি সময়ে কারও সঙ্গে কোনও মনমালিন্য ছিল না বলেও জানান তিনি। কিন্তু শুক্রবার ভোররাতে কে বা কারা পরিকল্পিতভাবে ফার্মে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ফার্মের দু'টি ঘরে। আগুনে পুড়ে যায় ৬৫০ মোরগ ছানা, দু’টি ঘর, মোরগের খাবার, জলের প্লাস্টিকের ট্যাঙ্ক সহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম। প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সম্পত্তি ক্ষতির দাবি করেছেন তিনি।
ঘটনার পর লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন মহকুমা শাসক, গণ্ডাছড়া থানা এবং স্থানীয় পশু হাসপাতালকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ