হেস্টিংস মোড়ে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম গাড়ির আরোহী
কলকাতা, ২৬ ডিসেম্বর (হি. স.) : হেস্টিংস মোড়ে একটি গাড়িতে ধাক্কা মুরগিবোঝাই লরির। জখম ওই গাড়ির এক আরোহী। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তা খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি ঘটেছে শুক্
হেস্টিংস মোড়ে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম গাড়ির আরোহী


কলকাতা, ২৬ ডিসেম্বর (হি. স.) : হেস্টিংস মোড়ে একটি গাড়িতে ধাক্কা মুরগিবোঝাই লরির। জখম ওই গাড়ির এক আরোহী। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তা খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে।

ব্যক্তিগত গাড়ি চড়ে একই পরিবারের চার সদস্য মেটিয়াবুরুজ থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসছিল মুরগিবোঝাই লরি। হেস্টিংস মোড়ের কাছেই অঘটন। অভিযোগ, ট্রাফিক বিধি না মেনে বাঁদিকের বদলে ডানদিকে চলে যান লরিচালক। তাতেই ধাক্কা লাগে। প্রায় থেঁতলে যায় গাড়ির সামনের অংশ। জখম হন গাড়ির পিছনের আসনে থাকা বছর সাতাশের এক যুবক। জখম বিকাশ মাহাতোর মাথা ফেটে গিয়েছে। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালকের চোটাঘাত তেমন লাগেনি। কারণ, গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।

এই ঘটনার পর লরি হেস্টিংস মোড়ে রেখে পালিয়ে যায় চালক। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মুরগিবোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande