
পূর্ব মেদিনীপুর, ২৬ ডিসেম্বর ( হি. স.):- “খবরের কাগজ পড়লে ভয় হয়, আজ আবার কোনও মেয়ে হয়তো অত্যাচারিত হয়েছে—এমন খবর বেরোবে”—এই মন্তব্য করে রাজনৈতিক বিতর্কে জড়ালেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে নন্দিনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে এই কথা বলেন তিনি।মন্ত্রী তাঁর ভাষণে বলেন, রাজ্যে মেয়েদের সুরক্ষার জন্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে এবং প্রশাসন যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সমাজে কিছু দুষ্কৃতী সব জায়গাতেই থাকে বলে মন্তব্য করেন তিনি। উদাহরণ টেনে তিনি বলেন, আমেরিকার মতো উন্নত দেশেও মাঝেমধ্যে গুলি চালিয়ে বহু মানুষ খুন হওয়ার ঘটনা ঘটে, ফলে সবকিছুর উপর সর্বক্ষণ নজর রাখা সম্ভব নয়।একই সঙ্গে তিনি মেয়েদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন। তাঁর মতে, মেয়েদের আরও বেশি করে পড়াশোনা করতে হবে, আত্মনির্ভর হতে হবে এবং সমাজে এগিয়ে আসতে হবে। মেয়েরা যত এগোবে, দেশ তত এগোবে বলেও মন্তব্য করেন তিনি।তবে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখে এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিরোধীদের দাবি, শাসকদলের মন্ত্রী নিজেই প্রকাশ্যে মেয়েদের উপর অত্যাচারের বাস্তবতা স্বীকার করে নিলেন, যা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক তুঙ্গে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়