
বিশালগড় (ত্রিপুরা), ২৬ ডিসেম্বর (হি.স.) : গোলাঘাটিতে বালু মাফিয়া সুকান্ত ঘোষের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুললেন মহিলা ঠিকাদার সরস্বতী লোধ। অভিযোগ প্রকাশ্যে আসতেই স্থানীয় প্রশাসনের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে।
সরস্বতী লোধ জানান, বুধবার রাতে হোয়াটসঅ্যাপে তাঁকে পাঠানো হয় একটি হুমকি বার্তা, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল— “মুখ্যমন্ত্রীও তোমাকে বাঁচাতে পারবেন না।” এর কয়েকদিন আগে গোলাঘাটির বিজয় নদের পাশে নির্মাণস্থলে তাঁকে নৃশংসভাবে মারধর করা হয়, যেখানে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।
তিনি দাবি করেন, বিজয় নদ থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করে বন দফতরকে জানানোর পর থেকেই সুকান্ত ঘোষ ও তাঁর সহযোগীরা তাঁকে নিশানা করে। অবৈধ উত্তোলনের কারণে এলাকায় একাধিক বোল্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ তাঁর।
এদিকে, এই ঘটনার আগে সুকান্ত ঘোষের এক সহযোগী নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, যা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে।
ওই মহিলা ঠিকাদারের উপর হামলার ঘটনায় টাকারজলা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও পুলিশের বিলম্বিত তদন্ত ও নিষ্ক্রিয়তাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে। সরস্বতী লোধের অভিযোগ— সুকান্ত ঘোষ বিশালগড় প্রেস ক্লাবের সভাপতির ছোট ভাই এবং এই পরিচয় ব্যবহার করেই তিনি পুলিশি তদন্তে চাপ সৃষ্টি করে শাস্তির হাত থেকে বাঁচার চেষ্টা করছেন।
শুক্রবার নিজ বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরস্বতী লোধ আবেগভরে বলেন, “আমি শুধু ন্যায় চাই। যারা আমাকে আক্রমণ করেছে, তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।” এদিকে, ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মিলেনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ