পুরী–ভুবনেশ্বর জাতীয় সড়কে পিসিআর ভ্যানে ধাক্কা গাড়ির, আটক ৪
ভুবনেশ্বর, ২৮ ডিসেম্বর (হি.স.) : শনিবার গভীর রাতে পুরী–ভুবনেশ্বর জাতীয় সড়কে দ্রুতগতির একটি গাড়ি পুলিশের পিসিআর ভ্যানে পিছন দিক থেকে ধাক্কা মারে। ঘটনাটি সাতশঙ্খ পুলিশ ফাঁড়ির সেতুর কাছে ঘটে। দুর্ঘটনায় পিসিআর ভ্যানের ক্ষয়ক্ষতি হলেও কোনও পুলিশকর্ম
পুরী–ভুবনেশ্বর জাতীয় সড়কে পিসিআর ভ্যানে ধাক্কা গাড়ির, আটক ৪


ভুবনেশ্বর, ২৮ ডিসেম্বর (হি.স.) : শনিবার গভীর রাতে পুরী–ভুবনেশ্বর জাতীয় সড়কে দ্রুতগতির একটি গাড়ি পুলিশের পিসিআর ভ্যানে পিছন দিক থেকে ধাক্কা মারে। ঘটনাটি সাতশঙ্খ পুলিশ ফাঁড়ির সেতুর কাছে ঘটে। দুর্ঘটনায় পিসিআর ভ্যানের ক্ষয়ক্ষতি হলেও কোনও পুলিশকর্মী আহত হননি।

রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত রাতের টহলের সময় পিসিআর ভ্যানটিতে এক সাব-ইন্সপেক্টর সহ তিনজন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। শনিবার রাত প্রায় দেড়টা নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর গাড়িটি রাস্তার উপর তিনবার উল্টে গিয়ে থামে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িতে থাকা চারজন যুবকই মত্ত অবস্থায় ছিলেন। সকলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande