
কোডারমা, ২৫ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের কোডারমা থানার অন্তর্গত বারসোটিয়াবার এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান ব্লু স্টোন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারসোটিয়াবার এলাকায় শঙ্কর সিং ও রোহিত সিংয়ের বাড়িতে বেআইনিভাবে ব্লু স্টোন মজুত রাখা হয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশিতে একাধিক বস্তায় রাখা প্রায় ১,৫০০ কেজি ব্লু স্টোন উদ্ধার হয়, যার বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষ টাকার বেশি। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্লু স্টোন জয়পুরে পাঠানোর প্রস্তুতি চলছিল। ধৃত শঙ্কর সিংকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য