
বিশ্বনাথ (অসম), ২৮ ডিসেম্বর (হি.স.) : বিশ্বনাথ জেলার অন্তর্গত বাঘমারিতে সরকারি ‘গ্রামীণ চারণভূমি সংরক্ষিত’ (ভিলেজ গ্রেজিং রিজার্ভ, সংক্ষেপে ভিজিআর) এলাকায় ২৬৫ বিঘারও বেশি জমি থেকে উচ্ছেদ করা হয়েছে অবৈধ ৬৬৪টি বসতবাড়ি।
নির্ধারিত সূচনা অনুযায়ী আজ রবিবার ভোরে পুলিশ এবং প্ৰচুর আধাসেনা নিয়ে বাঘমারির প্রফেশনাল গ্রেজিং রিজার্ভে ৪০টি এক্সক্যাভ্যাটরের সাহায্যে উচ্ছেদ অভিযান চালায় বিশ্বনাথ জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযান চলে ২০৩ এবং ১৮৯ নম্বর দাগের ভিজিআর জমিতে অবৈধভাবে নির্মিত ৬৬৪টি বসতবাড়িতে।
জনৈক প্ৰশাসনিক আধিকারিক জানান, আদালতে এক বিচারাধীন এক মামলার জন্য ৬৮টি পরিবারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জানান, উচ্ছেদের নোটিশ পেয়ে অধিকাংশ বেদখলকারী তাঁদের বাড়িঘর ছেড়ে চলে গেছেন। ভোর থেকে পরিচালিত উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস