চাকরির নামে আর্থিক প্রতারণা, অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট
শ্রীনগর, ২৮ ডিসেম্বর (হি.স.) : ভুয়ো চাকরির প্রলোভন দেখিয়ে বড়সড় আর্থিক প্রতারণার ঘটনায় কাশ্মীর ক্রাইম ব্রাঞ্চের অর্থনৈতিক অপরাধ শাখা আদালতে চার্জশিট দাখিল করেছে। অভিযোগ, নামী হাসপাতাল ও ব্যাঙ্কে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিক বেকার যুবকের কা
চাকরির নামে আর্থিক প্রতারণা, অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট


শ্রীনগর, ২৮ ডিসেম্বর (হি.স.) : ভুয়ো চাকরির প্রলোভন দেখিয়ে বড়সড় আর্থিক প্রতারণার ঘটনায় কাশ্মীর ক্রাইম ব্রাঞ্চের অর্থনৈতিক অপরাধ শাখা আদালতে চার্জশিট দাখিল করেছে। অভিযোগ, নামী হাসপাতাল ও ব্যাঙ্কে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিক বেকার যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা আদায় করা হয়েছিল।

রবিবার ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে অভিযুক্ত রেয়াজ আহমেদ টাপলুর (শ্রীনগরের আনচার দাগপোরা সৌরার বাসিন্দা) বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ‘সাই এনজো' নামে একটি ভুয়ো সংস্থা পরিচালনা করে জাল নিয়োগপত্র ও ইউনিফর্ম সরবরাহ করে চাকরিপ্রার্থীদের প্রতারিত করত। তদন্তে প্রমাণ মিলেছে, অভিযুক্ত জাল নথি তৈরি ও ব্যবহার করে পরিকল্পিতভাবে প্রতারণা চালিয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে চার্জশিট পেশ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande