নবি মুম্বইয়ে ছয় বছরের মেয়েকে হত্যার অভিযোগে গ্রেফতার মা
মুম্বই, ২৮ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের নবি মুম্বইয়ের কালাম্বোলি এলাকায় ছয় বছরের কন্যাসন্তানকে হত্যার অভিযোগে তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিশুর মা ২৩ ডিসেম্বর শিশুটিকে এক
নবি মুম্বইয়ে ছয় বছরের মেয়েকে হত্যার অভিযোগে গ্রেফতার মা


মুম্বই, ২৮ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের নবি মুম্বইয়ের কালাম্বোলি এলাকায় ছয় বছরের কন্যাসন্তানকে হত্যার অভিযোগে তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিশুর মা ২৩ ডিসেম্বর শিশুটিকে একটি হাসপাতালে নিয়ে যায়| সেখানে গিয়ে বলে শিশুটি অসুস্থতার কারণে অচেতন হয়ে পড়েছে। চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ময়নাতদন্ত রিপোর্টে শিশুটির মৃত্যু শ্বাসরোধের ফলে হয়েছে বলে উল্লেখ থাকায় পুলিশ হত্যা মামলা দায়ের করে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত মহিলা কন্যাসন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে দাবি। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার পূর্ণ তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande