নন্দীগ্রামে শুরু হলো অভিষেকের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির, উদ্বোধনে শহিদ পরিবার
​ নন্দীগ্রাম, ১৪ জানুয়ারি (হি.স.) : নন্দীগ্রামের মানুষের মন জয় করতে ময়দানে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুপ্রেরণায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় নন্দীগ্রামে শুরু হলো ‘সেবাশ্রয়’ নামক মেগা স্বাস্থ্য শিবির। ​নন্
সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির


নন্দীগ্রাম, ১৪ জানুয়ারি (হি.স.) : নন্দীগ্রামের মানুষের মন জয় করতে ময়দানে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুপ্রেরণায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় নন্দীগ্রামে শুরু হলো ‘সেবাশ্রয়’ নামক মেগা স্বাস্থ্য শিবির। ​নন্দীগ্রামের জমি আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের দিয়েই পরিবারের হাতেই হবে আনুষ্ঠানিক সূচনা।

তৃণমূল সূত্রে জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেলে দুটি শিবির পরিদর্শনও করবেন। এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরগুলি ১৫ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে। ​নন্দীগ্রামের ব্লক-১ এবং ব্লক-২ এলাকায় এই শিবিরের আয়োজন করা হয়েছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রায় সবটুকু সুবিধাই মিলছে এখানে। কলকাতা ও বিভিন্ন জেলা থেকে আগত নামী চিকিৎসকরা এখানে রোগীদের পরামর্শ দিচ্ছেন। ইসিজি, রক্ত পরীক্ষা-সহ বিভিন্ন জরুরি প্যাথলজিক্যাল পরীক্ষা এখানে সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে।এছাড়াও ‘একডাকে অভিষেক’ হেল্পলাইনে আসা সাধারণ মানুষের অনুরোধের ভিত্তিতেই এই শিবিরের পরিকল্পনা করা হয়েছিল।

নন্দীগ্রামের মানুষ এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবারের মতো একটি ব্যাপক স্বাস্থ্য শিবিরের দাবি জানিয়ে আসছিলেন। এই অনুরোধে সাড়া দিয়ে অভিষেক ব্যানার্জি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে একটি সেবাশ্রয় শিবির আয়োজনের উদ্যোগ নেন। ​ডায়মন্ড হারবার মডেলের ধাঁচে নন্দীগ্রামে এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande