কল্যাণীর বিজেপি বিধায়ককে ডেপুটেশন জমা দিতে বাধা তৃণমূলের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
কল্যাণী, ১৪ জানুয়ারি (হি.স.): নদিয়ার কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার। শাসকদলের অভিযোগ, ভোটারদের নাম কাটানোর উদ্দেশ্য নিয়ে দফতরে এসেছেন বিজেপ
কল্যাণীর বিজেপি বিধায়ককে ডেপুটেশন জমা দিতে বাধা তৃণমূলের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি


কল্যাণী, ১৪ জানুয়ারি (হি.স.): নদিয়ার কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার। শাসকদলের অভিযোগ, ভোটারদের নাম কাটানোর উদ্দেশ্য নিয়ে দফতরে এসেছেন বিজেপি বিধায়ক। তৃণমূলের কর্মী-সমর্থকরা দাবি করেন, তাঁদেরও ভিতরে যেতে দিতে হবে। সেই সময়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে দফতরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande