মকর সংক্রান্তি, পোঙ্গল ও উত্তরায়ণ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা কেজরিওয়ালের
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তি, পোঙ্গল, উত্তরায়ণ ও মাঘ বিহু উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক বার্তায় তিনি বলেন, এই উৎসবগুলি ঐক্য, সমৃদ্ধি ও আনন্দের প্রতীক। এদিন
মকর সংক্রান্তি, পোঙ্গল ও উত্তরায়ণ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা কেজরিওয়ালের


নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তি, পোঙ্গল, উত্তরায়ণ ও মাঘ বিহু উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক বার্তায় তিনি বলেন, এই উৎসবগুলি ঐক্য, সমৃদ্ধি ও আনন্দের প্রতীক।

এদিন সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় কেজরিওয়াল জানান, “মকর সংক্রান্তি, পোঙ্গল ও উত্তরায়ণের এই পবিত্র উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনুক।”

অসমবাসীকে মাঘ বিহুর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই পবিত্র উৎসব সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক। একই সঙ্গে গুজরাটবাসীকে উত্তরায়ণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে কেজরিওয়াল বলেন, সূর্যের উত্তরায়ণ যাত্রা সকলের জীবনে স্বাস্থ্য ও সমৃদ্ধির উৎসব হয়ে উঠুক—এটাই তাঁর কামনা।

উল্লেখ্য, মাঘ বিহু উপলক্ষে অসমে ভোরবেলা স্নান, ঐতিহ্যবাহী খেলা এবং পারম্পরিক খাবার ও মিষ্টান্নের আয়োজন করা হয়। একই উৎসব ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পালিত হয়—তামিলনাড়ুতে পোঙ্গল, পাঞ্জাবে লোহড়ি এবং উত্তর ভারতে মকর সংক্রান্তি হিসেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande