
কলকাতা, ১৪ জানুয়ারি (হি স)। “স্বৈরাচার এবং সীমাহীন দমন-উৎপীড়নের শাসন এখন সংস্কৃতির মঞ্চেও প্রতিষ্ঠিত করতে মরিয়া দুর্বৃত্ত তৃণমূল কংগ্রেস। তারই জ্বলন্ত প্রমাণ পূর্বঘোষিত একটি নাটক জোর করে বন্ধ করে দেওয়া।” বুধবার এক্সবার্তায় এই অভিযোগ করলেন, কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “আগামী ১৬ জানুয়ারি, পূর্ব মেদিনীপুর জেলার ধান্দালিবাড় গঙ্গামেলায় মঞ্চস্থ হওয়ার কথা ছিল রঙ্গ অপেরা প্রযোজিত নাটক ‘অসহায় পশ্চিমবঙ্গ’। কিন্তু স্থানীয় তৃণমূল নেতাদের একাধিক হুমকি ও শাসানির জেরে মেলা কমিটিকে বাধ্য হয়ে নাটকটি বাতিল করতে হলো! তৃণমূলের নেতারা প্রকাশ্যেই বলেন, নাটক মঞ্চস্থ হলে বাইরে থেকে লোক এনে মেলায় অশান্তি সৃষ্টি করা হবে।
তৃণমূলের এই ভীতির আসল কারণ একটাই, এই নাটকে তুলে ধরা হয়েছে, কীভাবে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর স্বৈরাচারী শাসনে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী আজ অসহায়ভাবে দিন কাটাতে বাধ্য হচ্ছে। নাটকটি মঞ্চস্থ হলে দুর্বৃত্ত অপদার্থ তৃণমূলের মুখোশ জনসমক্ষে উন্মোচিত হবে—এই আশঙ্কাতেই রাতারাতি বলপূর্বক কণ্ঠরোধের অপচেষ্টা।
সংস্কৃতির এই পুণ্যভূমিতে প্রতিবাদের কণ্ঠ এভাবে স্তব্ধ করা যাবে না। তৃণমূলের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত