
পাটনা, ১৪ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তির পবিত্র দিনে বুধবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমের এক বার্তায় জানান, এই উৎসব সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক এই তাঁর কামনা। তিনি সবাইকে উৎসবটি আনন্দ, পারস্পরিক স্নেহ ও সৌহার্দ্যের সঙ্গে উদযাপন করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেছে, নাগরিকরা এই বিশেষ দিনটি শান্তিপূর্ণ ও সুসংগঠিত পরিবেশে উদযাপন করুন।
প্রসঙ্গত, মকর সংক্রান্তি ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা সাধারণত জানুয়ারির চতুর্দশ বা পঞ্চদশ দিনে পালিত হয়। এই দিনটি সূর্য দেবতার মকর রাশিতে প্রবেশের দিন হিসেবে গণ্য করা হয়। মকর সংক্রান্তি নতুন বছরের আগমন এবং শস্যফসলের সমাপ্তি উপলক্ষে উদযাপন করা হয়। বাংলায় এটিকে শীতসংক্রান্তি নামে পরিচিত।উৎসবের দিনে ভক্তরা পবিত্র নদী, সাগর বা জলাশয়ে স্নান করেন। এই স্নানকে শারীরিক ও আত্মিক পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়। পরিবারে পরিবারে পিঠা, তিল লাড্ডু ও অন্যান্য প্রণামমূলক খাবার তৈরি করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গঙ্গা এবং বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় বড় ধরনের মেলা বসে। এসব মেলায় ভক্তরা ভিড় করে পুণ্য অর্জনের উদ্দেশ্যে স্নান ও প্রার্থনা করেন। গঙ্গাসাগর মেলা সেই রকমই একটি বিশিষ্ট মেলায় পরিণত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য