
কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : প্রয়াত হলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। বুধবার তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক মহলে। শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে একটি বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী তাঁর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি লেখেন:
বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া বাংলা সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।
অর্ঘ্য সেনের জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে। যদিও তাঁর পৈতৃক ভিটে ছিল খুলনার সেনহাটিতে। জীবনের শুরুর দিনগুলো ফরিদপুরেই কেটেছে তাঁর, সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। দেশভাগের পর তিনি কলকাতায় চলে আসেন এবং বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক হন তিনি।
রবীন্দ্রসঙ্গীতের নিজস্ব ঘরানা এবং পরিশীলিত গায়কির জন্য তিনি শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সংগীতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে মর্যাদাপূর্ণ ‘সঙ্গীত নাটক আকাদেমি’ পুরস্কারে ভূষিত করা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত