গাছ কাটাকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ, দিনদুপুরে খুন দম্পতি
কোচবিহার, ১৪ জানুয়ারি (হি.স.): গাছ কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে কোচবিহার জেলার নিশিগঞ্জে বুধবার দিনদুপুরে এক দম্পতিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে। মৃতদের নাম দিলীপ বর্মন ও তাঁর স্ত্রী সম্পা বর্মন। ঘটনাটি নিশিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েত
গাছ কাটাকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ, দিনদুপুরে খুন দম্পতি


কোচবিহার, ১৪ জানুয়ারি (হি.স.): গাছ কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে কোচবিহার জেলার নিশিগঞ্জে বুধবার দিনদুপুরে এক দম্পতিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে। মৃতদের নাম দিলীপ বর্মন ও তাঁর স্ত্রী সম্পা বর্মন। ঘটনাটি নিশিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের ডাকুয়াটারি এলাকায় ঘটেছে। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সীমানায় থাকা একটি কুলগাছ কাটাকে ঘিরে দিলীপ বর্মনের সঙ্গে তাঁর আত্মীয়ের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে দিলীপ বর্মনের উপর হামলা চালায়। স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রী সম্পা বর্মনকেও এলোপাথাড়ি আঘাত করা হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দু’জনেই।

স্থানীয়রা ছুটে আসার আগেই অভিযুক্ত পালিয়ে যায়। খবর পেয়ে ঘোকসাডাঙা থানা ও নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande