দাঁতনে পুকুরে থেকে উদ্ধার নিখোঁজ গৃহবধূর দেহ
​ দাঁতন, ১৪ জানুয়ারি (হি. স.) : মকর সংক্রান্তির দিন পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকায় পুকুরে থেকে উদ্ধার নিখোঁজ গৃহবধূর দেহ । বুধবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । মৃত গৃহবধূর নাম গোপা ঘোষ, তিনি আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েতের মালপা
দাঁতনে পুকুরে থেকে উদ্ধার নিখোঁজ গৃহবধূর দেহ


​ দাঁতন, ১৪ জানুয়ারি (হি. স.) : মকর সংক্রান্তির দিন পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকায় পুকুরে থেকে উদ্ধার নিখোঁজ গৃহবধূর দেহ । বুধবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । মৃত গৃহবধূর নাম গোপা ঘোষ, তিনি আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েতের মালপাড়া গ্রামের বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন গোপা দেবী। নিখোঁজ হওয়ার দু’দিন পর, গত রবিবার হাসিমপুর এলাকার একটি পুকুর পাড়ে তাঁর জুতো এবং টর্চ উদ্ধার হলে রহস্য দানা বাঁধতে শুরু করে। এরপর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উদ্ধারকারী দল পুকুরে তল্লাশি চালালেও দেহের হদিশ মেলেনি।

​সোমবার তল্লাশি চলাকালীন ওই পুকুর থেকেই পুলিশ একটি চাদর উদ্ধার করে, যার ভেতরে বেশ কিছু ইট বাঁধা ছিল। এই চাঞ্চল্যকর সূত্র পাওয়ার পর থেকেই পুলিশ নিশ্চিত হয় যে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র বা অপরাধ থাকতে পারে। অবশেষে এদিন সকালে সেই পুকুরেই দেহটি ভেসে ওঠে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে মালপাড়া গ্রামের মিলন ঘোষের সঙ্গে গোপা দেবীর প্রেমঘটিত বিয়ে হয়েছিল। তাঁদের ৫ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। মৃতার বাবা গোলোক ঘোষের স্পষ্ট অভিযোগ, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাঁর দাবি, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে অশান্তি লেগেই থাকত।

ঘটনার পর থেকেই মৃতার স্বামী মিলন ঘোষ নিখোঁজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মৃতার শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে।

​দাঁতন থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ইট বাঁধা চাদর উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande