
কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.): নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও দু'জনকে বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই যে দু'জন নার্স এই রোগে আক্রান্ত, তাদের সংস্পর্শে আসার কারণেই আক্রান্ত সন্দেহে এই দু'জনকে হাসপাতালে ভর্তি করা হল বলে আইডি হাসপাতাল সূত্রে জানা গেছে। এছাড়াও স্বাস্থ্য দফতর আক্রান্ত ওই দুজনের সংস্পর্শে যারা যারা এসেছেন, তাদের হদিশ পাওয়ার জন্য কন্টাক্ট ট্রেসিং করছে। প্রায় ৫০ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পুণেতে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ